করোনাভাইরাসের কারণে জরুরি অবস্থা ঘোষণা করতে যাচ্ছে জাপান

346

টোকিও, ৭ এপ্রিল, ২০২০ (বাসস ডেস্ক): জাপানে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে মঙ্গলবার টোকিওসহ দেশের বিভিন্ন এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করতে যাচ্ছেন। খবর এএফপি’র।
জাপানে বিশেষ করে টোকিও ও ওসাকার মতো নগর এলাকায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়ার কথা উল্লেখ করে আবে সোমবার এ পরিকল্পনার ঘোষণা দেন।
এ পরিকল্পনা পর্যবেক্ষণে গঠিত টাস্কফোর্স থেকে মঙ্গলবার সকালে আবে সরকার এমন পদক্ষেপ গ্রহণের অনুমোদন পায়।
মঙ্গলবার দিনের শেষভাগে আবে আনুষ্ঠানিকভাবে এই জরুরি অবস্থা জারির ঘোষণা দেবেন বলে আশা করা হচ্ছে। মধ্যরাত থেকে জরুরি অবস্থা কার্যকর করা হবে।