নারীদের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপও স্থগিত

323

নয়া দিল্লি, ৭ এপ্রিল ২০২০ (বাসস) : করোনাভাইরাসের কারনে আগেভাগেই স্থগিত হয়ে গেল অনূর্ধ্ব-২০ নারীদের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ফুটবল। যা আগামী অগস্ট-সেপ্টেম্বরে পানামা ও কোস্টা রিকায় হবার কথা ছিল।
নারীদের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ফুটবল স্থগিতের ব্যাপারে ফিফা ওয়ার্কিং গ্রুপ জানায়, বিশ্বজুড়ের চলতে থাকা উদ্বেগজনক পরিস্থিতির কারণে এই প্রতিযোগিতাটিও স্থগিত করা হলো। এর আগে স্থগিত করা হয়েছিলো নারীদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবলও। যা আগামী নভেম্বরে ভারতের হবার কথা ছিল। ভারতে প্রথমবার নারীদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ হওয়ার কথা ছিল চলতি বছরের ২ থেকে ২১ নভেম্বর।’
পানামা ও কোস্টা রিকার প্রতিনিধিদের সাথে ভিডিও কনফারেন্সের পরে ফিফা ওয়ার্কিং গ্রুপ আরও জানায়, ‘দ্রুত জানানো হবে অনূর্ধ্ব-১৭ ও ২০ বিশ্বকাপ কবে হবে। নতুন ক্রীড়াসূচি চূড়ান্ত করতে একটি কমিটিও তৈরি করেছে ফিফা।’