বাসস ক্রীড়া-১২ : মেসিদের সিদ্ধান্তে খুশি পুয়োল-জাভি-ইতোরা

145

বাসস ক্রীড়া-১২
ফুটবল-বার্সেলোনা
মেসিদের সিদ্ধান্তে খুশি পুয়োল-জাভি-ইতোরা
মাদ্রিদ, ৬ এপ্রিল ২০২০ (বাসস) : করোনাভাইরাসের কারনে বিশ্বের সকল খেলাই বন্ধ। বন্ধ রয়েছে বিভিন্ন দেশের ফুটবল লিগসহ অন্যান্য খেলাধুলা। খেলোয়াড়-কর্মচারীদের বেতন দিতে হিমশিম খেতে হচ্ছে ক্লাবগুলোকে। ইতোমধ্যে বেশ কিছু ক্লাব খেলোয়াড়দের বেতনের কিছু অংশ কেটে রাখার সিদ্বান্ত নিয়েছে। এরমধ্যে আছে বার্সেলোনা ফুটবলও।
ক্লাবের কর্মচারীদের কথা চিন্তা করে বেতনের ৭০ শতাংশ কেটে রাখার সিদ্বান্ত নেয় দলের অধিনায়ক লিওনেল মেসির নেতৃত্বাধীন খেলোয়াড়রা। মেসিদের এমন সিদ্বান্তকে বাহ-বা জানিয়েছেন বার্সেলোনার সাবেকরা।
যাদের মধ্যে রয়েছেন কার্লোস পুয়োল, জাভি হার্নান্দেজ ও স্যামুয়েল ইতোর মতো তারকা ফুটবলাররা। এছাড়া ক্লাবের পক্ষ থেকেও খেলোয়াড়দের এই ভূমিকার সাধুবাদ জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পুয়েল লিখেছেন, ‘আমি গর্বিত, তোমরা মহান। তোমাদের চিন্তা-ভাবনা আমাকে মুগ্ধ করেছে।’
জাভি লিখেন, ‘তোমরা সবাই গ্রেট, তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। এমন উদাহরণ সব সময় সৃস্টি করো।’
পুয়েল ও জাভির সুরে কথা বলেছেন ইতো, ‘এক কথায় অসাধারন। মাঠের মত মাঠের বাইরে দুর্দান্ত লিও। পুরো দলটাই অসাধারণ।’
বাসস/এএমটি/১৭১৫/স্বব