বাসস ক্রীড়া-১১ : করোনাভাইরাসের যুদ্ধে শামিল হলেন ম্যারাডোনা

233

বাসস ক্রীড়া-১১
ফুটবল-ম্যারাডোনা
করোনাভাইরাসের যুদ্ধে শামিল হলেন ম্যারাডোনা
বুয়েন্স আয়ার্স, ৫ এপ্রিল ২০২০ (বাসস) : প্রাণঘাতি করোনাভাইরাসের বিপক্ষে যুদ্ধে এবার শামিল হলেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়াগো ম্যারাডোনা। নিজের বেতন কেটে রাখার প্রস্তাব দিলেন ম্যারাডোনা।
করোনাভাইরাসের কারনে বিশ্বের প্রায় সকল দেশেই ফুটবল বন্ধ। তেমনি আর্জেন্টিনাতেও। ঘরোয়া ফুটবল বন্ধ হয়ে যাওয়ায় ক্লাবগুলোর আয়ের কোন পথও নেই। ক্লাবগুলো খেলোয়াড় ও কর্মীদের বেতন দিতে হিমশিম খাচ্ছে।
এ অবস্থায় নিজ দেশের ক্লাব হিমনাসিয়া লা প্লাতার দিকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন ক্লাবটির কোচ ম্যারাডোনা। ক্লাবের কাছে থেকে পাওয়া বেতনের একটা অংশ কেটে রাখার প্রস্তাব দিয়েছেন তিনি।
হিমনাসিয়া’র প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল পেলেগ্রিনো নিজেই এ কথা জানিয়েছেন। পেলেগ্রিনো বলেন, ‘নিজের ব্যক্তিগত সহকারীর মাধ্যমে ম্যারাডোনা জানিয়েছেন, প্রয়োজনে বেতন কম নিতে চান। এটা থেকে বোঝা যায় অর্থ নয়, এই পরিস্থিতিতে কীভাবে হিমনাসিয়াকে সহায়তা করা যায় সেটাই ভাবছেন তিনি।’
৪ মাস পর হিমনেসিয়ার হেড কোচ হিসেবে চুক্তির মেয়াদ শেষ হবে ম্যারাডোনার। গত সেপ্টেম্বরে লিগের পয়েন্ট টেবিলের তলানিতে থাকা হিমনাসিয়ার হেড কোচের দায়িত্ব নেন তিনি।
বাসস/এএমটি/১৯৪৫/স্বব