গণবিক্ষোভের জেরে হাইতির প্রধানমন্ত্রী জ্যাক গাই এর পদত্যাগ

285

র্পোট-অ-প্রিন্স, ১৫ জুলাই, ২০১৮ (বাসস ডেস্ক) : জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতা ও গণবিক্ষোভের কারণে হাইতির প্রধানমন্ত্রী জ্যাক গাই লাফনট্যান্ট শনিবার পদত্যাগ করেছেন। খবর এএফপি’র।
জ্যাক সংসদের নিম্নকক্ষে বলেন, ‘আমি পদত্যাগপত্র প্রেসিডেন্ট বরাবর জমা দিয়েছি। তিনি তা গ্রহণ করেছেন।’
উল্লেখ্য, গত সপ্তাহে দেশটিতে জ্বালানি তেলের দাম বাড়ানোকে কেন্দ্র করে ব্যাপক বিক্ষোভ ও সহিংসতার ঘটনা ঘটে।