বাসস বিদেশ-৬ : তিউনিশিয়ায় নিরাপত্তা বাহিনীর গুলিতে ২ সন্ত্রাসী নিহত

154

বাসস বিদেশ-৬
তিউনিশিয়া-সন্ত্রাস
তিউনিশিয়ায় নিরাপত্তা বাহিনীর গুলিতে ২ সন্ত্রাসী নিহত
তিউনিস, ৫ এপ্রিল, ২০২০ (বাসস ডেস্ক): তিউনিশিয়ার মধ্য পশ্চিমাঞ্চলে সৈন্য ও ন্যাশনাল গার্ডের সদস্যদের গুলিতে দুই সন্ত্রাসী নিহত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় শনিবার এ কথা জানায়।
এক বিবৃতিতে বলা হয়, আলজেরিয়ার সীমান্তবর্তী পার্বত্য কাসেরাইন এলাকায় এ অভিযান চালানো হয়।
জুন্দ আল খিলাফার মতো সন্ত্রাসী গ্রুপগুলোর আশ্রয় কেন্দ্র হিসেবে পরিচিত এই কাসেরাইন এলাকা। জুন্দ আল খিলাফা ইসলামিক স্টেট ও আল কায়দা ইন ইসলামিক মাগরেবের সহযোগি সংগঠন।
করোনা ভাইরাস মোকাবেলায় দেশটিতে গত ২২ মার্চ শাটডাউনের নির্দেশ দেয়া হয়েছে যা ১৯ এপ্রিল পর্যন্ত বলবৎ থাকবে।
বাসস/জুনা/১৪২০/-শআ