নিউইয়র্কে করোনায় একদিনে ৬৩০ জনের মৃত্যু

255

নিউইয়র্ক, ৫ এপ্রিল, ২০২০ (বাসস ডেস্ক) : যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে শনিবার পর্যন্ত করোনাভাইরাসে মোট মৃত্যুর সংখ্যা ৩,৫৬৫ জনে দাঁড়িয়েছে। একদিনে মৃত্যু হয়েছে ৬৩০ জনের। আগের দিন মোট মৃতের সংখ্যা ছিল ২,৯৩৫ জন।
এই রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১১৩,৭০৪ জন। এদের মধ্যে শুধু নিউইয়র্ক সিটিতে আক্রান্তের সংখ্যা ৬৩,৩০৬ জন।
নিউইয়র্কের গভর্নর এন্ড্রু কোমো বলেছেন, ৪ থেকে ১৪ দিনের মধ্যে সংক্রমণ সর্বোচ্চ সংখ্যায় বৃদ্ধি পেতে পারে। এই বাড়তি আক্রান্তদের টেস্টের প্রস্তুতি নেয়া হয়েছে। হাসপাতালগুলোতে রোগী সামাল দেয়ার অবস্থা না থাকায় নিউইয়র্কের ম্যানহাটানের জাভিটস সেন্টারটি করোনা রোগীদের চিকিৎসার জন্য প্রস্তুত করা হচ্ছে।
গভর্নর বলেন, নিউইয়র্কে করোনা মোকাবেলায় ৮৫ হাজার স্বেচ্ছাসেবী কাজ করবে। এদের মধ্যে ২২ হাজার অন্যান্য অঙ্গরাজ্য থেকে আসছে।