বাসস ক্রীড়া-৫ : লকডাউনে ‘ট্রিক শট’ অনুশীলণ ফেদেরার

162

বাসস ক্রীড়া-৫
টেনিস-ফেদেরার
লকডাউনে ‘ট্রিক শট’ অনুশীলণ ফেদেরার
সুইজারল্যান্ড, ৫ এপ্রিল ২০২০ (বাসস) : প্রাণঘাতি করোনাভাইরাসের কারনে লকডাউন চলছে বিশ্বের বেশিরভাগ দেশেই। লকডাউনের মধ্যে আছে টেনিস তারকা রজার ফেদেরার দেশ সুইজারল্যান্ডও।
লকডাউনে গৃহবন্দি ফেদেরার। তবে অলস সময় কাটাচ্ছেন না তিনি। বাড়িতেই টেনিস অনুশীলন চলছে তার। কি অনুশীলন করছেন তা ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে আপলোডও করেছেন ফেদেরার।
একটি ভিডিও আপলোড করে ২০ বারের গ্র্যান্ড ¯ø্যামজয়ী ফেদেরার লিখেছেন, ‘নিশ্চিত হলাম, এখনও ট্রিক শট নেওয়া মনে আছে আমার।’ এরপর হ্যাশট্যাগ দিয়ে লিখেলেন ‘টেনিস অ্যাট হোম’।
২২ সেকেন্ডের সেই ভিডিওতে দেখা যাচ্ছে, তাঁর বাড়ির চারপাশ বরফে ঢাকা। এর মধ্যেই দেয়ালে বল মেরে দু’পায়ের ফাঁক দিয়ে টেনিস ব্যাট দিয়ে শট নিচ্ছেন। দু’পায়ের ফাঁক দিয়ে টেনিস ব্যাট দিয়ে শট মারাকেই ট্রিক শট বলে।
বাসস/এএমটি/১০০৫/স্বব