বাসস ক্রীড়া-৭ : একসাথে লড়াই করার আশ্বাস দিলেন গাঙ্গুলী-টেন্ডুলকার

152

বাসস ক্রীড়া-৭
ক্রিকেট-ভারত
একসাথে লড়াই করার আশ্বাস দিলেন গাঙ্গুলী-টেন্ডুলকার
নয়া দিল্লি, ৪ এপ্রিল ২০২০ (বাসস) : প্রাণঘাতি করোনাভাইরাসের বিপক্ষে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আশ্বাস দিলেন সে দেশের ক্রিকেট তারকা সৌরভ গাঙ্গুলী-শচীন টেন্ডুলকার-বিরাট কোহলিরা।
করোনাভাইরাসের এই মহামারী পরিস্থিতিতে ভারতের শীর্ষ স্থানীয় ক্রীড়াবিদদের নিয়ে গতকাল ভিডিও কনফারেন্স করেন মোদি। সেই ভিডিও কনফারেন্সে ছিলেন শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, পিভি সিন্ধু, বিশ্বনাথন আনন্দসহ সাবেক-বর্তমান ৪৯ জন ক্রীড়াবিদ।
ভিডিও কনফারেন্স ভারতের প্রধানমন্ত্রী শুরুতেই গাঙ্গুলীর বক্তব্য চান। গাঙ্গুলী বলেন, ‘সকলকে একসাথে লড়তে হবে। লকডাউনকে সফল করতেই হবে। কারণ বিভিন্ন দেশের পরিস্থিতি থেকে এটি পরিষ্কার হয়ে গিয়েছে, করোনাভাইরাস থেকে রক্ষা পেতে গেলে একে অন্যের সঙ্গে সামাজিক ব্যবধান নিশ্চিত করতে হবে। সে জন্য একমাত্র উপায় বাড়িতে থাকা। কাঁধে কাঁধ মিলিয়ে টিম হিসেবে এই যুদ্ধ জিততে হবে আমাদের।’
শচীন টেন্ডুলকার বলেন, ‘এখন পর্যন্ত লকডাউনে আমরা খুব ভাল করেছি। শৃঙ্খলা এবং সংযম দেখিয়েছি। কিন্তু ১৪ এপ্রিল লকডাউন উঠে গেলেই যেন হাল্কা দিয়ে না-ফেলি আমরা সকলে। শারীরিকভাবে যেমন করোনার বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে, তেমনই মানসিক দিকটাও খুব গুরুত্বপূর্ণ। মানসিক ফিটনেসের দিকেও আমাদের নজর দিতে হবে।’
বাসস/এএমটি/১৮৪৯/স্বব