বাসস ক্রীড়া-৬ : ফিক্সারদের ফাঁসি চান মিয়াঁদাদ

155

বাসস ক্রীড়া-৬
ক্রিকেট-জাভেদ মিয়াঁদাদ
ফিক্সারদের ফাঁসি চান মিয়াঁদাদ
করাচি, ৪ এপ্রিল ২০২০ (বাসস) : ক্রিকেটে ফিক্সিং করা আর মানুষ হত্যা সমান অপরাধ দাবী করে ফিক্সারদের ফাঁসিতে ঝোলান উচিৎ বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও দেশের ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান জাভেদ মিঁয়াদাদ। তিনি মনে করেন, ফিক্সারদের জন্য এত অল্প সাজা যথেষ্ঠ নয়।
নিজের ইউটিউব চ্যানেলে মিয়াঁদাদ বলেন, ‘স্পট ফিক্সিংয়ের সাথে যাঁরা জড়িত, তাঁদের কখনও ক্ষমা করা উচিত না। কারণ, ফিক্সিং করার মানে কাউকে হত্যা করার সমান। তাই তাদের ফাঁসি দেওয়া উচিত।’
ফিক্সিং করাটা যে ইসলাম ধর্মের অনুশাসনের লঙ্ঘন- সেটিও বলেন মিয়াঁদাদ। তিনি বলেন, ‘ফিক্সিংয়ের বিরুদ্ধে একটি উদাহরণ তৈরি করা উচিৎ, যাতে করে অন্য কোন খেলোয়াড়র এ বিষয়ে ভাবতেও ভয় পায়। এসব বিষয়গুলো আমাদের ইসলাম ধর্মের শিক্ষারও অপমান। তাই শাস্তিাটাও তেমন হওয়া উচিৎ।’
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কিছু খেলোয়াড়কে এই অপরাধে ছাড় দিয়ে ভালো করেনি বলেও মন্তব্য করেন মিয়াঁদাদ, ‘কিছু খেলোয়াড়কে ক্ষমা করে পিসিবি ভালো কাজ করেনি। এই খেলোয়াড়দের যারা ফিরিয়ে এনেছে, তাদেরই লজ্জিত হওয়া উচিত।’
বাসস/এএমটি/১৮৪৮/স্বব