বাসস ক্রীড়া-১ : স্বাস্থ্যকর্মী-সামরিক বাহিনী-প্রশাসন এবং মিডিয়াকে ধন্যবাদ : আকবর

153

বাসস ক্রীড়া-১
ক্রিকেট-আকবর
স্বাস্থ্যকর্মী-সামরিক বাহিনী-প্রশাসন এবং মিডিয়াকে ধন্যবাদ : আকবর
ঢাকা, ৪ এপ্রিল ২০২০ (বাসস) : প্রাণঘাতি করোনাভাইরাসের বিপক্ষে যারা লড়াই করছেন তাদের ধন্যবাদ জানালেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী। পাশাপাশি গণমাধ্যমকেও ধন্যবাদ দিয়েছেন তিনি।
করোনাভাইরাসের সংক্রমন থেকে দেশের মানুষকে সাবধানে থাকার পরামর্শ দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও বার্তা দিয়েছেন আকবর। তিনি বলেছেন, ‘আমরা একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। এই সময়টা আমাদেরকে ধৈর্য্য ধরতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে সব বিধিনিষেধ দেওয়া হয়েছে সে সব মেনে চলতে হবে। যেগুলো বলা হচ্ছে, যেমন ঘন ঘন হাত ধোঁয়া, জনসমাগম এড়িয়ে চলা ও সামাজিক দূরত্ব বজায় রাখা এসব এখন মেনে চলতে হবে।
এছাড়া এই কঠিন সময়ের মধ্যেও আমাদের দেশের যেসব স্বাস্থ্যকর্মী, সামরিক বাহিনী, প্রশাসন এবং গলমাধ্যম কর্মীরা আমাদের জন্য কাজ করে যাচ্ছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এ সময় আমাদের দায়িত্ব হলো ঘরে থেকে তাদেরকে সাহায্য করা। আর বেশি বেশি দোয়া করা। শুধু বাংলাদেশের জন্যই না, পুরো বিশ্বের জন্য দোয়া করা।’
বাসস/এএমটি/১৮৪০/স্বব