ফোন কল পেয়ে ৬১১ জনের বাসায় খাবার পৌঁছে দিয়েছে ডিএসসিসি

316

ঢাকা, ৪ এপ্রিল, ২০২০ (বাসস) : হটলাইনে ফোন কল পেয়ে নগরীর ৬১১ জনের বাসায় খাবার পৌঁছে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
গতকাল থেকে সিটি করপোরেশনের হটলাইন নম্বর ০১৭০৯৯০০৭০৩, ০১৭০৯৯০০৭০৪ এ আসা নগরবাসীর অনুরোধ পেয়ে আজ এসব খাবার পৌঁছে দেয়া হয়।
লোক লজ্জার ভয়ে যারা লাইনে দাঁড়িয়ে খাবার সংগ্রহে অস্বস্তি বোধ করছেন তাদের জন্য সীমিত পরিসরে এ ব্যবস্থা গ্রহণ করেন ডিএসসিসি মেয়র মোহাম্মদ সাঈদ খোকন ।
আজ আনুষ্ঠানিকভাবে তিনি এই হটলাইন নম্বরগুলোতে প্রাপ্ত কলের ভিত্তিতে খাবার পৌঁছে দেয়া কার্যক্রমের উদ্বোধন করেন।
লাখ লাখ গার্মেন্টস কর্মী শহরে প্রবেশ করায় করোনা পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হতে পারে উল্লেখ করে মেয়র বলেন, এ ব্যাপারে বহু নাগরিক ফোন করে তাদের উদ্বেগের কথা আমাকে জানিয়েছেন। এ প্রেক্ষিতে আমি বিষয়টি পুন:বিবেচনার জন্য বানিজ্য মন্ত্রীর প্রতি আহবান জানিয়েছি।