শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে করোনাভাইরাস ছড়ানোর আশংকায় মাস্ক পরার পরামর্শ যুক্তরাষ্টের

289

ওয়াশিংটন, ৪ এপ্রিল, ২০২০ (বাসস ডেস্ক) : শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে করোনাভাইরাস ছড়াতে পারে গবেষণায় এমন তথ্য পাওয়ার কথা উলেøখ করে যুক্তরাষ্ট্র সরকার কেঊ বাইরে বের হলে তাদের মাস্ক পরার ব্যাপারে জনগণকে পরামর্শ দিয়েছে।
নতুন করে সংক্রমণ অব্যাহত থাকায় এবং একদিনে মৃত্যুর সংখ্যা প্রায় ১,৫০০ পৌঁছানোর পরে যুক্তরাষ্ট্র জনগণকে মাস্ক পরার এই পরামর্শ দিলো।
গত বছরের শেষের দিক থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর এ পর্যন্ত বিশ্বব্যাপী প্রায় ১১ লাখ মানুষ এ ভাইরাসে আক্রান্ত এবং ৬০ হাজার লোকের মৃত্যু হয়েছে।