বাসস দেশ-৪ : অসহায়, দুস্থ ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

159

বাসস দেশ-৪
খাদ্যদ্রব্য-বিতরণ
অসহায়, দুস্থ ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী
ঢাকা, ৩ এপ্রিল, ২০২০ (বাসস) : করোনা ভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাব রোধে দেশব্যাপী চলমান পরিস্থিতিতে দরিদ্র, অসহায়, দুস্থ, দিনমজুর, শ্রমিক শ্রেণির মানুষকে খাদ্যসামগ্রী দিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।
আজ শুক্রবার ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার মুক্তাগাছা পৌরসভার ৯টি ওয়ার্ডের ৩৫০টি পরিবারের মাঝে খাদ্যদ্রব্য ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।
সংস্কৃতি প্রতিমন্ত্রীর পক্ষে অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন মুক্তাগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলøাল হোসেন সরকার এবং মুক্তাগাছা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও মুক্তাগাছা পৌর আওয়ামী লীগের আহবায়ক আরব আলী।
এসময় প্রতি পরিবারকে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ১ কেজি লবণসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ করা হয়।
বাসস/সবি/বিকেডি/১৪৩০/এমএজেড