অনির্দিষ্টকালের জন্য স্থগিত চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগ

176

লন্ডন, ২ এপ্রিল ২০২০ (বাসস) : প্রাণঘাতি করোনাভাইরাসের কারনে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা ফুটবল লিগের সকল ম্যাচ। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার পক্ষ থেকে এ ঘোষনা দেয়া হয়েছে।
উয়েফা এক বিবৃতিতে জানায়, ৫৫টি সদস্য সংস্থার জেনারেল সেক্রেটারিদের সাথে এক আলোচনা সভা শেষে এসব সিদ্ধান্ত জানায় উয়েফা।
আগের সূচি অনুযায়ী, আগামী মে মাসে চ্যাম্পিয়নস লিগ, ইউরোপা লিগ ও নারী চ্যাম্পিয়নস লিগের ফাইনাল হওয়ার কথা থাকলেও, সেগুলোও স্থগিত করা হয়েছে। এর মধ্যে আছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ-২০২০, বাছাইপর্বের প্লে-অফ ও নারী ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ-২০২১ এর বাছাইপর্বের ম্যাচও।
এছাড়া আগামী জুনের শেষ পর্যন্ত ইউরোপের ফুটবল লিগগুলো শুরু করতে না পারলে, চলমান মৌসুমও বাতিল হয়ে যেতে পারে বলে সম্প্রতি জানিয়েছেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফেরিন। তবে দর্শকশূন্য স্টেডিয়ামে খেলার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।
এর আগে সূচি অনুযায়ী আর এ বছরের জুন-জুলাইয়ে হওয়ার কথা থাকা পুরষদের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ অবশ্য আগেই এক বছরের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে।