বাসস দেশ-১৩ : করোনা প্রতিরোধে বিএনসিসি সুন্দরবন রেজিমেন্ট বিভিন্ন কার্যক্রম চালাচ্ছে

150

বাসস দেশ-১৩
বিএনসিসি-করোনা
করোনা প্রতিরোধে বিএনসিসি সুন্দরবন রেজিমেন্ট বিভিন্ন কার্যক্রম চালাচ্ছে
ঢাকা, ২ এপ্রিল, ২০২০ (বাসস) : করোনা ভাইরাস থেকে দেশের জনগণকে রক্ষা ও সচেতন করার জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে বিএনসিসি সুন্দরবন রেজিমেন্ট।
আজ বৃহস্পতিবার আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়, গতকাল বুধবার খুলনার প্রায় ১০০ নিম্ম আয়ের মানুষের মধ্যে চাল, ডাল, পেয়াঁজ, তেল, লবণ ও আলু বিতরণ করে এই রেজিমেন্ট।
এছাড়াও সিটি কর্পোরেশনের সাথে সমন্বয়পূর্বক শহরের ব্যস্ততম ৫টি স্থান – কোর্ট বিল্ডিং, পোষ্ট অফিসের সামনে, নিউ মার্কেট কাঁচা বাজার, শিববাড়ী মোড়, সন্ধ্যা বাজার ও রূপসা ঘাটে হাত ধোয়ার জন্য বেসিন স্থাপন ও শহরের বিভিন্ন স্থানে করোনা ভাইরাস নিয়ে সতর্কতামূলক ব্যানার স্থাপন করা হয়েছে।
উল্লেখ্য, বিএনসিসির সুন্দরবন রেজিমেন্ট কমান্ডার লে: কর্ণেল রাহাত নেওয়াজ খুলনা সিটি কর্পোরেশনের মেয়রের সাথে সাক্ষাৎ করে বিএনসিসির বিভিন্ন উদ্যোগ সম্পর্কে অবগত করেন।
এছাড়াও সুন্দরবন রেজিমেন্টের আওয়তাধীন ২১টি জেলার বিএনসিসির প্লাটুন পর্যায়েও বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে।
বাসস/আইএসপিআর/বিকেডি/১৬৪০/-শআ