বাসস বিদেশ-১২ : ইরানে নতুন করে করোনাভাইরাসে ১৪১ জনের মৃত্যু, মোট সংখ্যা বেড়ে হলো ২,৮৯৮

274

বাসস বিদেশ-১২
স্বাস্থ্য-ভাইরাস-ইরান-মৃত্যু
ইরানে নতুন করে করোনাভাইরাসে ১৪১ জনের মৃত্যু, মোট সংখ্যা বেড়ে হলো ২,৮৯৮
তেহরান, ৩১ মার্চ, ২০২০ (বাসস ডেস্ক) : ইরান মঙ্গলবার জানিয়েছে, দেশটিতে মহামারী করোনাভাইরাসে ১৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ইসলামী এ রাষ্ট্রটিতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৮৯৮ জনে দাঁড়ালো। বিশ্বের সবচেয়ে বেশি আক্রান্ত দেশগুলোর মধ্যে ইরান অন্যতম একটি দেশ। খবর এএফপি’র।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মূখপাত্র কিয়ানৌশ জাহানপৌর জানান, গত ২৪ ঘন্টায় ইরানে নতুন করে ৩ হাজার ১১১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৪ হাজার ৬০৬ জনে দাঁড়ালো।
তিনি আরো জানান, হাসপাতালে ভর্তি এসব রোগীর মধ্যে ৩ হাজার ৭০৩ জনের অবস্থা আশংকাজনক। মোট আক্রান্ত রোগীর মধ্যে ১৪ হাজার ৬৫৬ জন সুস্থ হয়ে উঠেছেন।
বাসস/এমএজেড/২১২৮/আরজি