বাসস বিদেশ-১১ : তাঞ্জানিয়ায় করোনা ভাইরাসে প্রথম মৃত্যু

259

বাসস বিদেশ-১১
স্বাস্থ্য ভাইরাস-তাঞ্জানিয়া মৃত্যু
তাঞ্জানিয়ায় করোনা ভাইরাসে প্রথম মৃত্যু
দারএসসালাম, ৩১ মার্চ, ২০২০ (বাসস ডেস্ক) : তাঞ্জানিয়ায় মঙ্গলবার করোনা ভাইরাসে প্রথম এক ব্যক্তি মারা গেছে।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী উম্মে মাওলিমু বিস্তারিত উল্লেখ না করে এক বিবৃতিতে বলেছেন, ‘আমি দুঃখর সঙ্গে করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর কথা ঘোষণা করছি। ৪৯ বছর বয়সী এই লোকটির অন্যান্য স্বাস্থ্য জটিলতাও ছিল।’
পশ্চিম আফ্রিকার দেশটিতে গত ১৬ মার্চ থেকে লোকজন করোনায় আক্রান্ত হতে শুরু করে। ইতোমধ্যে দেশটির সকল স্কুল ও বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার থেকে পার্লামেন্টের কাজকর্মও সীমিত করা হয়েছে।
তবে প্রতিবেশী দেশগুলোতে লকডাউন ও লোকজনকে ঘরে অবস্থানের নির্দেশ দেয়া হলেও তাঞ্জানিয়ার প্রেসিডেন্ট জন মাগুফুলি করোনা নিয়ে খুব বেশি সিরিয়াস হওয়ার পক্ষে নন।
বাসস/জুনা/২০১৫/আরজি