বাংলাদেশ সফরের সম্ভাবনা কম, এটা বুঝতে আইনস্টাইন হওয়া দরকার নেই : পাইন

246

সিডনি, ৩১ মার্চ ২০২০ (বাসস) : প্রাণঘাতি করোনাভাইরাসের কারনে আগামী জুনে বাংলাদেশ সফর না হওয়ার সম্ভাবনা আছে বলে নিশ্চিত করেছেন বলে অস্ট্রেলিয়া টেস্ট অধিনায়ক টিম পাইন।
অসি অধিনায়ক মনে করেন, এটি রকেট বিজ্ঞান নয় যে, অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফরের কি হবে তা বুঝতে সমস্যা হবে।
বাংলাদেশ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার সূচি রয়েছে অস্ট্রেলিয়ার। যা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের অর্ন্তভূক্ত।
চট্টগ্রামে ১১ জুন থেকে সিরিজের প্রথম টেস্ট শুরুর সূচি ছিলো। ১৯ জুন থেকে শুরুর সূচি ঢাকা টেস্ট।
পাইন বলেন, ‘জুনে বাংলাদেশ সফর হওয়ার সম্ভাবনা যে নেই, এটা বোঝার জন্য আপনাকে আইনস্টাইন হতে হবে না।’
তবে সিরিজটা বাতিল হচ্ছে না-কি পেছানো হবে এ বিষয়ে নিশ্চিত নন পাইন, ‘এটা বাতিল হচ্ছে না-কি পেছানো হবে, সেটা এই মুহূর্তে নিশ্চিত নই।’
তিনি আরো বরেন,‘আমার মনে হয়, হয়তো কিছু সিরিজ বাতিল হবে আবার হয়তো কিছু সিরিজ সামনে এগোবে অথবা কিছু সিরিজ হয়তো স্থগিত করে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা যেতে পারে। আমরা যদি টেস্ট চ্যাম্পিয়নশীপ সম্পন্ন করতে চাই, তবে খেলোয়াড়দের নির্দিস্ট সময়ের মধ্যে অনেক বেশি ক্রিকেট খেলতে হবে।’
আগামী বছরের জুনে বিশ্ব আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনাল। এরমধ্যে সিরিজ বাতিল বা স্থগিত করার ক্ষমতা রয়েছে ক্রিকেটের সির্বাহি সংস্থার।
বর্তমানে বিশ্ব আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশীপের পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে ভারত। দ্বিতীয়স্থানে রয়েছে নিউজিল্যান্ড।
পাইন বলেন, ‘আমাদের দলের কিছু লক্ষ্য আছে- এর মধ্যে একটি হচ্ছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনাল খেলা ও শিরোপা অর্জন করা। আমি এরচেয়ে বেশি কিছু ভাবছি না। সব খেলোয়াড়ই এই পয়েন্ট সিস্টেমটা খুব উপভোগ করছে এবং প্রকৃত সত্যিটা হচ্ছে প্রতিটি টেস্ট ম্যাচই হিসেবে হচ্ছে এবং মনে করতে পারেন আপনি সেরা অবস্থানে যাওয়ার জন্য খেলছেন। ’
কিছু না কিছু বহন করে এবং
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপে এ পর্যন্ত ১০ ম্যাচ খেলে ২৯৬ পয়েন্ট অর্জন করেছে অস্ট্রেলিয়া। ৯ ম্যাচে ভারতের সংগ্রহ ৩৬০ পয়েন্ট।
এ বছরের শেষের দিকে ভারত ও অস্ট্রেলিয়া চার ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে।