বাসস দেশ-৯ : গুলিস্তান ও পলাশী মোড়ে ভিক্ষুকদের মাঝে ত্রাণ বিতরণ

164

বাসস দেশ-৯
ভিক্ষুক-ত্রাণ বিতরণ
গুলিস্তান ও পলাশী মোড়ে ভিক্ষুকদের মাঝে ত্রাণ বিতরণ
ঢাকা, ৩১ মার্চ, ২০২০ (বাসস) : রাজধানীর বিভিন্ন এলাকায় ভিক্ষুকদের মাঝে ২০০ প্যাকেট ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সমাজ কল্যাণ মন্ত্রী নূরুজ্জামান আহমেদ আজ বাসসকে জানান, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় সমাজকল্যাণ পরিষদ ও সমাজসেবা অধিদফতর এবং ঢাকা জেলাপ্রশাসনের যৌথ উদ্যোগে এই কার্যত্রম পরিচালনা করা হচ্ছে।
আজ গুলিস্তান ও পলাশী এলাকায় ২০০ ভিক্ষুকের মাঝে ৫ কেজি চাল, ২ কেজি আলু, আধা কেজি সয়াবিন তেল, ১ কেজি ডাল ও ১টি করে সাবান বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রী বিতরণ কালে সমাজসেবা কার্যালয় ঢাকার ডিডি রোকনুল হক, ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। আগামীকালও এই কার্যক্রম চলবে বলে মন্ত্রী জানান।
বাসস/এমএআর/১৬৫৫/-অমি