বাসস দেশ-২০ : ২০১৪ সালের মতো বিএনপি আর ভুল করবে না : প্রতিমন্ত্রী মজিবুল হক

292

বাসস দেশ-২০
মুজিবনগর পরিদর্শন-মুজিবুল হক
২০১৪ সালের মতো বিএনপি আর ভুল করবে না : প্রতিমন্ত্রী মজিবুল হক
মেহেরপুর, ১৪ জুলাই, ২০১৮ (বাসস) : শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মজিবুল হক বলেছেন, ২০১৪ সালের মতো এবার আর বিএনপি ভুল করবে না।
তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেবে দলের অস্তিত্বের প্রয়োজনে। এবারও যদি ভুল করে তাহলে বিএনপি চিরদিনের জন্য হারিয়ে যাবে।
আজ বিকেলে মুজিবনগর পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রালয়ের সচিব আফরোজা খান, যুগ্ম সচিব শাহাজাহান মিয়া, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ড. আনিসুল আওয়াল ছাড়াও মেহেরপুর জেলা প্রশাসক আনোয়ার হোসেন, পুলিশ সুপার আনিসুর রহমান, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মেজবাহ্ উদ্দীন উপস্থিত ছিলেন।
মজিবুল হক বলেন, বর্তমান সরকার শিশু শ্রম বন্ধে ২৮৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ থেকে শিশুশ্রম বন্ধ হয়ে যাবে। শিশুশ্রম বন্ধে দেশের প্রতিটি জেলার বিশেষ উদ্যোগ নেওয়া হবে।
আজ বিকেলে প্রতিমন্ত্রী মুজিবনগর সৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ ও মুজিবনগর পরিদর্শন করে।
বাসস/ সংবাদদাতা/এমএআর/১৯৩০/এসই