বাসস দেশ-১৪ : দুর্যোগ মোকাবেলায় সামর্থ অনুযায়ী সবার এগিয়ে আসা উচিত : মোহাম্মদ নাসিম

251

বাসস দেশ-১৪
১৪ দল-বিবৃতি
দুর্যোগ মোকাবেলায় সামর্থ অনুযায়ী সবার এগিয়ে আসা উচিত : মোহাম্মদ নাসিম
ঢাকা, ৩০ মার্চ, ২০২০ (বাসস) : আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম আজ প্রাণঘাতি করোনা ভাইরাস মোকাবেলায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় করোনা মোকাবেলা করতে হবে। এই দুর্যোগ মোকাবেলায় সবারই সামর্থ অনুযায়ী এগিয়ে আসা উচিত। সমাজে যারা বিত্তবান আছেন তারা দরিদ্র মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আর করোনায় মৃত ব্যক্তির দাফন ও জানাযায় বাধা দেয়া অমানবিক। তাছাড়া ইসলাম ধর্মও এটা সমর্থন করে না।
মোহাম্মদ নাসিম আজ সোমবার কেন্দ্রীয় ১৪ দলের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে এই আহবান জানান।
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বলেন, সম্প্রতি করোনায় মৃত কিংবা করোনা সন্দেহে মৃত ব্যক্তির দাফনে বাধা দেওয়া হয়েছে। এটা মোটেও ঠিক না। এ ধরনের কাজ করা থেকে সবারই বিরত থাকতে হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী রাজনৈতিক নেতাকর্মীদের দায়িত্ব করোনা আক্রান্ত রোগীদের সাহায্য-সহযোগিতা করা, তাদের পাশে দাঁড়ানো। এটা না করে প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্য করা হচ্ছে।
মোহাম্মদ নাসিম বলেন, জ্বর, সর্দি, কাশি কিংবা শ্বাসকষ্ট হলেই করোনা নয়। তাই এ জাতীয় রোগীদের অবশ্যই সেবা দিতে হবে। সেবা দেয়া ডাক্তারদের ধর্ম। কোন রোগীকে সেবা দেয়ার বাইরে রাখা উচিত নয়।
তিনি বলেন, জ্বর-ঠান্ডা-কাশি কিংবা সর্দি আমাদের সচারাচর হয়ে থাকে। তাই বলে যে কোন ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এমন ভাবা ঠিক নয়।
বাসস/বিকেডি/১৯১২/-শআ