বাসস দেশ-১৩ : রংপুরে রেলওয়ে ইঞ্জিনের ধাক্কায় নারীসহ চার জন নিহত

261

বাসস দেশ-১৩
রেলওয়ে ইঞ্জিন-ধাক্কা-নিহত
রংপুরে রেলওয়ে ইঞ্জিনের ধাক্কায় নারীসহ চার জন নিহত
রংপুর, ৩০ মার্চ, ২০২০ (বাসস) : রংপুরের পীরগাছা উপজেলার অন্নদানগর রেলওয়ে ক্রসিংয়ে রেলের ইঞ্জিনের ধাক্কায় চালকসহ অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন।
নিহতরা হচ্ছেন- অটোরিক্সা চালক হামিদুল ইসলাম দুখু(৩৪), নুরুন্নাহার বেগম(২৫), সুমি আক্তার(২১) ও মুস্তাফিজার রহমান(৪০)।এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বাসসকে এ তথ্য জানান।
তিনি বলেন, সোমবার দুপুর ১টার দিকে পার্বতীপুর হতে বোনারপাড়াগামী ট্রেনের একটি ইঞ্জিন অন্নদানগর রেলওয়ে ক্রসিংয়ে একটি অটোরিক্সাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দু’জন মারা যান। এই দুর্ঘটনায় আহত আরো চারজন। খবর পেয়ে পীরগাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুটি মৃতদেহ উদ্ধার করে এবং আহত চারজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
বাসস/এমআই/টিএএন/অনুবাদ-এমএমবি/১৯১০/আরজি