শ্রমজীবী দুই হাজার পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করছে চট্টগ্রাম জেলা পুলিশ

281

চট্টগ্রাম, ৩০মার্চ, ২০২০(বাসস) : গরীব ও শ্রমজীবী দুই হাজার পরিবারে খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ।
জেলা পুলিশের পক্ষ থেকে আজ সোমবার নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণের এই উদ্যোগ নেয়া হয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশের মিডিয়া ও জনসংযোগ কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন মাহমুদ সোহেল জানান, চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে প্রাথমিকভাবে দুই হাজার পরিবারের মধ্যে খাবার সামগ্রী বিতরণ করা হবে।
এর মধ্যে থাকবে- ৫ কেজি চাল, ২ কেজি আটা, ১ কেজি ডাল, ১ কেজি লবণ সম্বলিত প্যাকেট। এগুলো বিতরণের জন্য জেলার ১৬টি থানার অফিসার ইনচাজদের্র (ওসি) কাছে পাঠানো হয়েছে।
তিনি জানান, পুলিশ সুপার এসএম রশিদুল হকের নির্দেশনায় জেলার অতিরিক্ত পুলিশ সুপারগণ বিভিন্ন থানা এলাকায় উপস্থিত থেকে সংশ্লি¬ষ্ট সার্কেল অফিসার ও অফিসার ইনচার্জসহ গরিব ও অসহায় পরিবারের মধ্যে এ ত্রাণ সামগ্রী বিতরণ করবেন।
করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে এই ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।