বাসস ক্রীড়া-১২ : করোনাভাইরাসের বিপক্ষে লড়তে ১ লাখ রুপি সহায়তা ১৬ বছরের ক্রিকেটারের

206

বাসস ক্রীড়া-১২
ক্রিকেট-রিচা ঘোষ
করোনাভাইরাসের বিপক্ষে লড়তে ১ লাখ রুপি সহায়তা ১৬ বছরের ক্রিকেটারের
নয়া দিল্লি, ৩০ মার্চ ২০২০ (বাসস) : এ মাসের শুরুর দিকে নারী-২০ বিশ্বকাপে ভারতের প্রতিনিধিত্ব করা অলরাউন্ডার ১৬ বছর বয়সী রিচা ঘোষ প্রাণঘাতি করোনাভাইরাসের বিপক্ষে লড়তে ১ লাখ রুপি সহায়তা দিয়েছেন।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে এ অর্থ দান করেন রিচা।
রিচা বলেন, ‘যখন সবাই কোভিড-১৯ এর বিপক্ষে যুদ্ধ করছে এবং মুখ্যমন্ত্রী অনুরোধ জানিয়েছেন সবাইকে একত্রে লড়াই করতে, আমি ভাবলাম দেশের নাগরিক হিসেবে আমার দায়িত্ব সামান্য হলেও এই লড়াইয়ে অবদান রাখা।’
নারী টি-২০ বিশ্বকাপে ফাইনালসহ দুই ম্যাচ খেলেছেন রিচা। তবে নারী টি-২০ বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার মাটিতে ত্রিদেশীয় সিরিজে আন্তর্জাতিক অভিষেক হয়েছিলো তার।
রিচার পিতা মানবেন্দ্র ঘোষ শিলিগুড়ি জেলা ম্যাজিস্ট্রেট সুমন্ত সাহার বাসভবনে গিয়ে তার কাছে ১ লাখ রুপির চেক হস্তান্তর করেন বলে ক্রিকেট এসোসিয়েশন অব বেঙ্গলের পক্ষ থেকে জানানো হয়েছে।
বাসস/অনু/এএমটি/১৮৪৫/স্বব