বাসস ক্রীড়া-৫ : টেন্ডুলকারের চেয়ে বেশি অনুদান দিচ্ছেন রায়না

122

বাসস ক্রীড়া-৫
ক্রিকেট-রায়না
টেন্ডুলকারের চেয়ে বেশি অনুদান দিচ্ছেন রায়না
নয়াদিল্লি, ৩০ মার্চ ২০২০ (বাসস) : প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে অসহায়-দুস্থদের সহায়তায় এবার এগিয়ে এলেন ভারতের বাঁ-হাতি মারকুটে ব্যাটসম্যান সুরেশ রায়না। রায়না একাই ৫২ লাখ টাকা দিচ্ছেন। এর মধ্যে ৩১ লাখ টাকা প্রধানমন্ত্রীর তহবিলে ও বাকি ২১ লাখ উত্তর প্রদেশ মুখ্যমন্ত্রীর দাতব্য তহবিলে।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এ খবর নিশ্চিত করেন রায়না নিজেই। তিনি লিখেন, ‘কোভিড-১৯-কে হারানোর জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আপনারাও নিজেদের দায়িত্ব পালন করুন।’
রায়নার এই উদ্যোগের প্রশংসা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি টুইট করে রায়নার প্রতি প্রশংসা তুলে ধরেন এভাবে, ‘এটা একটা অসাধারণ ফিফটি।’
এদিকে, প্রধানমন্ত্রীর জরুরি তহবিলে ৫১ কোটি রুপি দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী।
বাসস/এএমটি/১৬২৫/স্বব