বাসস দেশ-২ : সরকারি ছুটিকালীন আইন ও বিচার বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে থাকার নির্দেশ

114

বাসস দেশ-২
সুপ্রিমকোর্ট-নির্দেশনা
সরকারি ছুটিকালীন আইন ও বিচার বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে থাকার নির্দেশ
ঢাকা, ৩০ মার্চ ২০২০ (বাসস) : আগামী ৪ এপ্রিল পর্যন্ত সরকারি ছুটিকালীন আইন ও বিচার বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে থাকার নির্দেশ দেয়া হয়েছে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সিনিয়র সহকারী সচিব (প্রশাসন) তৈয়বুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ এ কথা বলা হয়।
এ সংক্রান্ত বিজ্ঞপ্তি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
এতে বলা হয়েছে- করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধ ও এর প্রাদুর্ভাবজনিত যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের লক্ষে ৪ এপ্রিল পর্যন্ত সরকারী ছুটির সময়ে আইন ও বিচার বিভাগ এবং এর আওতাধীন দপ্তর ও সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারী নিজ নিজ কর্মস্থলে অবস্থান করবেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- ৪ এপ্রিল পর্যন্ত এখানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ কর্মস্থল ত্যাগ না করার জন্য অনুরোধ করা হলো।
বাসস/ডিএ/১৪০৫/-আসাচৌ