বাসস দেশ-১২ : রাজশাহীতে মেয়র পদপ্রার্থীরা গণমানুষের মুখোমুখি

125

বাসস দেশ-১২
নির্বাচন-গণমানুষ
রাজশাহীতে মেয়র পদপ্রার্থীরা গণমানুষের মুখোমুখি
রাজশাহী, ১৪ জুলাই, ২০১৮ (বাসস) : আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে (রাসিক) অংশ নেয়া ৫ মেয়র মেয়র পদপ্রার্থীর মধ্যে ৪ জন প্রার্থী নির্বাচিত হলে নগরীর উন্নয়নে কাজ করবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। আগামী ৩০ জুলাই এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
তারা আজ শনিবার জনগণের মুখোমুখি এক সভায় এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন। মুসাদ্দেক হোসেন বুলবুল (ধানের শীষ), হাবিবুর রহমান (কাঁঠাল), শফিকুল ইসলাম (হাতপাখা) ও অ্যাডভোকেড মুরাদ মোর্শেদ (হাতি) যৌথভাবে আয়োজিত এ সভায় ভোটারদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
আওয়ামী লীগ পদপ্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন (নৌকা) নির্বাচনী প্রচারণায় ব্যস্ত থাকায় ওই সভায় উপস্থিত থাকতে পারেননি।
নগরীর মুন গার্ডেন কনভেনশন সেন্টারে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এ সভার আয়োজন করে।
ভোটাররা প্রার্থীদের নির্বাচনে জয়ী হলে জনগণের প্রতিশ্রুতি রক্ষা নৈতিক দায়িত্ব বলে মনে করিয়ে দেন।
সুজনের নেতৃবৃন্দ আসন্ন চতুর্থ রাসিক নির্বাচনে দেশের গণতন্ত্র ও টেকসই আর্থ-সামাজিক উন্নয়ন জোরদার করায় সৎ ও সুযোগ্য প্রার্থীকে নির্বাচীত করার আহ্বান জানান।
উপস্থিত ভোটাররা এ সময় এ আহ্বানে সংহতি জানায় ও অবাধ, সূস্থ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য একটি স্মারক স্বাক্ষর করে।
অন্যদিকে, মেয়র প্রার্থীরা তাদের নির্বাচনী প্রতিশ্রুতি ও পরিকল্পনার কথা তুলে ধরেন।
সুজনের কেন্দ্রীয় সম্পাদক বদিউল আলম মজুমদারের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন, নগর ইউনিটের সভাপতি পিয়ার বখস।
বাসস/এএইচ/১৭৫০/-জেজেড/আরজি