বাসস দেশ-২০ : চট্টগ্রামে হোম কোয়ারেন্টিনে থাকা ১১ জন ছাড়পত্র পেয়েছে

203

বাসস দেশ-২০
কোয়ারেন্টিন-ছাড়পত্র
চট্টগ্রামে হোম কোয়ারেন্টিনে থাকা ১১ জন ছাড়পত্র পেয়েছে
চট্টগ্রাম, ২৮ মার্চ, ২০২০ (বাসস) : নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) বিস্তার রোধে চট্টগ্রামে হোম কোয়ারেন্টিনে থাকা ৯’শ ৪৭ জনের মধ্যে আরো ১১ জনের হোম কোয়ারেন্টিন শেষ হওয়ায় তাদের ছাড়পত্র দেয়া হয়েছে।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি আজ বিকেলে জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে হোম কোয়ারেন্টিনের আওতায় আনা হয়নি কাউকে। হোম কোয়ারেন্টিনে থাকা লোকজনের অধিকাংশই প্রবাসী। তাদের মধ্যে ১১ জনকে শনিবার ছাড়পত্র দেয়া হয়েছে। তাদের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ হয়নি। চট্টগ্রাম জেলায় করোনাভাইরাসে এখন পর্যন্ত কেউ আক্রান্ত হননি।
হোম কোয়ারেন্টিনে থাকা সবায় সুস্থ আছে জানিয়ে তিনি বলেন, তাদেরকে ১৪ দিন পর্যবেক্ষণ করা হচ্ছে। এর আগে গত বুধবার ৮জন, বৃহস্পতিবার ২ জন, শুক্রবার ৫ জনকে হোম কোয়ারেন্টিন শেষ হওয়ায় ছাড়পত্র দেয়া হয়। বর্তমানে চট্টগ্রামে হোম কোয়ারেন্টিনে আছেন ৯’শ ২১ জন।
বাসস/জিই/কেএস/কেসি/১৯১৩/এবিএইচ