বাসস দেশ-১৯ : রাজধানীতে ছিন্নমূল মানুষের মধ্যে খাবার সরবরাহ করবে ডিএমপি

208

বাসস দেশ-১৯
ডিএমপি-খাবার সরবরাহ
রাজধানীতে ছিন্নমূল মানুষের মধ্যে খাবার সরবরাহ করবে ডিএমপি
ঢাকা, ২৮ মার্চ, ২০২০ (বাসস) : রাজধানীতে প্রতিদিন দুপুরে দুই হাজার পাঁচশ ছিন্নমূল শিশু ও দুঃস্থ নাগরিকদের মধ্যে খাবার সরবরাহ করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
আগামীকাল রোববার হতে রাজধানীর ৫০টি থানায় প্রতিদিন দুই হাজার পাঁচ শ’ ছিন্নমূল মানুষকে এক বেলা করে খাবার সরবরাহ করবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
ডিএমপি কমিশনার বলেন, স্বাস্থ্যবিধি মেনে জরুরী প্রয়োজনে রাজধানীর নাগরিকরা যেকোনো মাধ্যম ব্যবহার করে চলাফেরা করতে পারবেন। হোটেল ও বেকারিগুলো খোলা থাকবে বলেও জানান তিনি।
তিনি বলেন, আগামী ৪ এপ্রিল পর্যন্ত প্রতিদিন দুপুরে ডিএমপির প্রতিটি থানায় ৫০ জন করে ছিন্নমূল শিশু ও দুঃস্থ নাগরিকদের মধ্যে প্যাকেটে করে এই খাবার পৌঁছে দেয়া হবে।
সরকার সারা দেশে ৪ এপ্রিল পর্যন্ত যে সাধারণ ছুটি ঘোষণা করেছে সেইদিন পর্যন্ত ডিএমপির পক্ষ থেকে ছিন্নমূলদের মধ্যে এভাবে খাবার সরবরাহ করা হবে।
ডিএমপি কমিশনার বলেন, রাজধানীতে হোটেল ও বেকারিসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দোকান খোলা থাকবে। জরুরী প্রয়োজনে স্বাস্থ্যবিধি অনুসরণ করে যেকোনো ব্যক্তি রাস্তায় চলাফেরা করতে পারবেন বলেও জানান তিনি।
বাসস/নিজস্ব/এফএইচ/১৯০৩/এবিএইচ