বাসস দেশ-১৬ : চট্টগ্রামে গুজব প্রচারকারীদের আইডি নজরদারি করছে সিএমপি

213

বাসস দেশ-১৬
গুজব-নজরদারি
চট্টগ্রামে গুজব প্রচারকারীদের আইডি নজরদারি করছে সিএমপি
চট্টগ্রাম, ২৭ মার্চ, ২০২০ (বাসস) : করোনা ভাইরাস নিয়ে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রচারকারীদের শনাক্ত করার জন্য আইডি নজরদারি করছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
শুক্রবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে অনেকে গুজব ছড়াচ্ছেন। অনেকে তা প্রচার করছেন। আবার অনেকে মনগড়া তথ্য শেয়ার করছেন। তাদের শনাক্ত করার কাজ চলছে।
সিএমপি কমিশনার বলেন, পুলিশের একটি টিম গুজব প্রচারকারীদের আইডিগুলো নজরদারি করছে। তাদের অবস্থান শনাক্ত করার কাজ চলছে। তাদের সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিভিন্ন থানায় এ নির্দেশনা দেওয়া হয়েছে। গুজব প্রচারকারীরা যেই হোক না কেন তাদের ছাড় দেয়া হবে না বলে জানান তিনি।
বাসস/জিই/এমএন/১৮৩০/-শআ