বাসস দেশ-১৪ : ১৭ হাজার কর্মহীন পরিবারে খাবার পৌঁছে দেবে চট্টগ্রাম জেলা প্রশাসন

240

বাসস দেশ-১৪
করোনা-খাদ্যসমাগ্রী
১৭ হাজার কর্মহীন পরিবারে খাবার পৌঁছে দেবে চট্টগ্রাম জেলা প্রশাসন
চট্টগ্রাম, ২৭ মার্চ, ২০২০ (বাসস) : করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারাদেশে ১০ দিনের সাধারণ ছুটিতে চট্টগ্রাম নগর ও উপজেলা পর্যায়ের ১৭ হাজার কর্মহীন দিনমজুর পরিবারে খাবার পৌঁছে দেয়ার উদ্যোগ নিয়েছে চট্টগ্রামে জেলা প্রশাসন।
উদ্যোগের আওতায় আগামীকাল শনিবার থেকে দিনমজুরদের বাড়ি বাড়ি চাল-ডালসহ নিত্য প্রয়োজনীয় পণ্য পৌঁছে দেয়া হবে। সবকিছু বন্ধের কারণে কর্মহীন হয়ে পড়ায় সংসার চালানো কঠিন হয়ে পড়েছে দৈনিক কর্মজীবীদের।
প্রাথমিকভাবে জেলা প্রশাসনের ত্রাণ ও পুনর্বাসন শাখা থেকে চট্টগ্রাম জেলার ১৭ হাজার পরিবারকে শুকনো খাবার পৌঁছে দেওয়া হবে।
চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ কামাল হোসেন জানান, ‘আগামীকাল শনিবার থেকে এ কার্যক্রম শুরু হবে। প্রাথমিকভাবে নগর ও জেলার দরিদ্র দিনমজুর ১৭ হাজার পরিবারকে আমরা খাবার পৌঁছে দেবো। আমাদের কাছে পর্যাপ্ত ত্রাণসামগ্রী রয়েছে। আগামীতে এ সংখ্যা আরও বাড়ানো হবে। চট্টগ্রামে একজন মানুষও যাতে অভুক্ত না থাকে সে টার্গেট নিয়ে কাজ করছে জেলা প্রশাসন।’
তিনি আরও জানান, ‘নগরে সিটি করপোরেশনের সহায়তায় আমরা চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য দেবো। জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা দরিদ্র দিনমজুরদের বাড়ি বাড়ি গিয়ে এসব সহায়তা দিয়ে আসবেন। উপজেলা পর্যায়েও চাল বরাদ্দ দেয়া হয়েছে। পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নগদ টাকা দেওয়া হচ্ছে। তারা অন্য নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনে প্যাকেট করে দরিদ্র দিনমজুরদের বাড়ি বাড়ি গিয়ে এসব সহায়তা দিয়ে আসবেন।’
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সজীব কুমার চক্রবর্তী জানান, ‘জেলা প্রশাসনের তত্ত্বাবধানে আমরা নগরে ২ হাজার ও ১৫ উপজেলায় ১৫ হাজার পরিবারকে জরুরি ত্রাণ সহায়তা দিচ্ছি। প্রথম পর্যায়ে প্রত্যেক পরিবার ১০ কেজি করে চালের পাশাপাশি প্রয়োজনীয় ডাল, তেল, চিনি, পিঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য পাবেন। এ সংখ্যা আরও বাড়িয়ে চাহিদাসম্পন্ন সবার কাছে সরকারি ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হবে।’
বাসস/ডিবি/এমএন/১৮২৫/-শআ