বাসস ক্রীড়া-১১ : করোনা মোকাবিলায় আর্থিক সহায়তায় পাকিস্তানের ক্রিকেটাররা

128

বাসস ক্রীড়া-১১
ক্রিকেট-পাকিস্তান
করোনা মোকাবিলায় আর্থিক সহায়তায় পাকিস্তানের ক্রিকেটাররা
করাচি, ২৭ মার্চ ২০২০ (বাসস) : প্রাণঘাতি করোনাভাইরাসের বিপক্ষে লড়াইয়ে আর্থিক সহায়তা দিবে পাকিস্তান ক্রিকেট দলের খেলোয়াড়রা।
করোনাভাইরাস মোকাবিলায় পাকিস্তানি মুদ্রায় ৫০ লাখ রুপি অনুদান দিবে পাকিস্তানের খেলোয়াড়রা। এক বিবৃতিতে পিসিবি জানায়, পাকিস্তান সরকারের জরুরি তহবিলে আর্থিক সহায়তা করবে খেলোয়াড়রা।
পিসিবি চেয়ারম্যান এহসান মানি বলেন, ‘পাকিস্তানের খারাপ পরিস্থিতিতে সব সময়ে এগিয়ে এসেছে খেলোয়াড়রা। এই পরিস্থিতিতে আমরাও সরকারকে সাহায্য করবো।’
পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটার মাসে ৫ থেকে ১০ লাখ টাকা বেতন পান। সেখান থেকে করোনাভাইরাস মোকাবেলায় পাকিস্তানি মুদ্রায় ৫০ লাখ টাকা অনুদান দেয়া সিদ্বান্ত নিয়েছেন তারা।
পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে না থাকলেও ব্যক্তিগতভাবে অনেকেই অসহায় মানুষদের পাশে দাঁড়াচ্ছেন। এরমধ্যে উল্লেখযোগ্য সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। ইতোমধ্যে নিজের ‘শহিদ আফ্রিদি ফাউন্ডেশন’ থেকে করোনাভাইরাস মোকাবেলায় মানবতার সেবা দিচ্ছেন আফ্রিদি। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি, বর্তমান পরিস্থিতি মোকাবেলায় জন্য জরুরি জিনিসপত্রও সরবরাহ করছে আফ্রিদি ফাউন্ডেশন।
বাসস/অনু/এএমটি/১৭৩০/স্বব