বাসস ক্রীড়া-১০ : করোনাভাইরাসের বিপক্ষে যুদ্ধ করতে ঐক্যবদ্ধের ডাক কোহলি-আনুষ্কার

117

বাসস ক্রীড়া-১০
ক্রিকেট-কোহলি-আনুষ্কা
করোনাভাইরাসের বিপক্ষে যুদ্ধ করতে ঐক্যবদ্ধের ডাক কোহলি-আনুষ্কার
নয়া দিল্লি, ২৭ মার্চ ২০২০ (বাসস) : প্রাণঘাতি করোনাভাইরাসের বিপক্ষে লড়াইয়ে ঐক্যবদ্ধের ডাক দিলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও তার স্ত্রী আনুষ্কা শর্মা।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন কোহলি-আনুষ্কা দম্পতি। করোনাভাইরাস মোকাবিলার আহ্বান জানিয়েছেন তারা। অনুষ্কা বলছেন, ‘করোনাভাইরাসের সাথে এই যুদ্ধ জিততে সময় ও সাহসের প্রয়োজন।’
এরপর কোহলি বলেন, ‘সবচেয়ে বেশি জরুরি আগামী ২১ দিনের জন্য সংযম ও দায়িত্ববোধ।’
আবার আনুষ্কা বলেন, ‘বিশেষ কিছু করার দরকার নেই, সকল নির্দেশ মেনে চলুন।’
আবারো কোহলি বলেন, ‘ঘর থেকে বেরিয়ে কোনও জায়গায় ভিড় করলে করোনার বিরুদ্ধে এই যুদ্ধ জেতা সম্ভব নয়।’
আনুষ্কা আবার বলেন, ‘কার্ফু অমান্য করে যদি বিশ্বাস করেন আপনি সুরক্ষিত, তা হলে ভুল করছেন।’
ভিডিওতে কোহলি শেষে বলেন, ‘আপনার একটি ভুলের জন্য সারা দেশকে তার খেসারত দিতে হবে। একতা দেখান, জীবন ও দেশ বাঁচান।’
বাসস/অনু/এএমটি/১৭২৫/স্বব