বাসস ক্রীড়া-৬ : করোনাভাইরাসে আক্রান্তদের সাহায্যার্থে ফেদেরার

120

বাসস ক্রীড়া-৬
টেনিস-ফেদেরার
করোনাভাইরাসে আক্রান্তদের সাহায্যার্থে ফেদেরার
বার্ন (সুইজারল্যান্ড), ২৭ মার্চ ২০২০ (বাসস) : প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্তদের সাহায্যার্থে এগিয়ে এলেন কিংবদন্তি টেনিস তারকা রজার ফেদেররাও।
আক্রান্তদের চিকিৎসার জন্য এক মিলিয়ন সুইস ফ্রাংক(বাংলাদেশী টাকায় ৭ কোটি ৭৬ লক্ষ ৪৫ হাজার ৩৪৪) সাহায্য দেয়ার ঘোষনা দেন ফেদেরার। অবশ্য একা এই অর্থ দিচ্ছেন না তিনি। ফেদেরার ও তার স্ত্রী মিরকাও যৌথভাবে এই অর্থ দান করছেন।
এ ব্যাপারে টেনিস কিংবদন্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘এই মূর্হুতে আমরা সবাই কঠিনতম পরীক্ষার সমুখীন। করোনাভাইরাসের থাবা হয়তো কাউকে ছাড়বে না। দেশের অর্থনৈতিকভাবে অস্বচ্ছল পরবিরাগুলোকে সহায়তা হিসেবে আমি এবং মিরকা যৌথভাবে এ অর্থ দান করছি। আশা করি অন্যরাও এভাবে দরিদ্র পরিবারের পাশে থাকবেন। সবাই একসাথে কাজ করতে পারলে নিশ্চয়ই এই সংকট আমরা কাটিয়ে উঠব। সবাই সুস্থ থাকুন। এটাই আমাদের একমাত্র প্রার্থনা।’
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসার খরচ চালানোর সামর্থ্য নেই, তারাই শুধুমাত্র ফেদেরারের এই দান করা অর্থ পাবেন।
পরিসংখ্যান অনুযায়ী, সুইজারল্যান্ডে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৮১১ জন। প্রাণহানি হয়েছে ১৯২ জনের।
বাসস/অনু/এএমটি/১৭০০/স্বব