বাসস ক্রীড়া-৫ : করোনায় মারা গেলেন সোমালিয়ার কিংবদন্তি ফুটবলার ফারাহ

113

বাসস ক্রীড়া-৫
ফুটবল-মৃত্যু
করোনায় মারা গেলেন সোমালিয়ার কিংবদন্তি ফুটবলার ফারাহ
লন্ডন, ২৭ মার্চ ২০২০ (বাসস) : প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সোমালিয়ার সাবেক তারকা ফুটবলার টবল কিংবদন্তি আবদুলকাদির মোহাম্মদ ফারাহ। কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল(সিএএফ) এবং সোমালি ফুটবল ফেডারেশনের(এসএফএফ) পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।
গত সপ্তাহে করোনাভাইরাসে পজিটিভ হওয়ার পর ইংল্যান্ডের নর্থওয়েস্ট লন্ডন হাসপাতালে ভর্তি হন ফারাহ। প্রায় এক সপ্তাহ করোনাভাইরাসের সাথে লড়াই করে ২৪ মার্চ মঙ্গলবার হাসপাতালেই মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। প্রাণঘাতি এ রোগে সারা বিশ্বে এ পর্যন্ত ২২ হাজারের বেশি লোক মারা গেলেও আফ্রিকান ফুটবলার হিসেবে প্রথম মারা গেলেন সোমালিয়ার সাবেক এ তারকা।
খেলোয়াড়ী জীবন শেষে গত চার বছর ধরে সোমালিয়ার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে কাজ করছিলেন ফারাহ।
১৯৬১ সালের ১৫ ফেব্রুয়ারি সোমালিয়ার বেলেদুন শহরে জন্মগ্রহণ করেন ফারাহ। জাতীয় স্কুল টুর্নামেন্ট দিয়ে ৪৪ বছর আগে ফুটবল ক্যারিয়ার শুরু করেন তিনি। এরপর ১৯৭৯ সালে আঞ্চলিক ফুটবল টুর্নামেন্টে জাতীয় দলের প্রতিনিধিত্ব করেন ফারাহ। আশির দশকের শেষ পর্যন্ত হর্ন অব আফ্রিকা অঞ্চলে বাত্রুলকা এফসিতে দীর্ঘ দিন ফুটবল খেলেছের তিনি।
ফারাহর আগে ফুটবল জগত থেকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও দু’জনের। কিছুদিন আগে স্পেনের মালাগা অঞ্চলের অ্যাটলেটিকো পোরতাদা আলতার জুনিয়র দলের কোচ ২১ বছর বয়সী ফ্রান্সিসকো গার্সিয়া ও রিয়াল মাদ্রিদের সাবেক সভাপতি লরেঞ্জো সাঞ্জ প্রাণঘাতি এ রোগে মারা যান।
বাসস/এএফপি/অনু/এএমটি/১৬৫৫/স্বব