নিম্ন আয়ের মানুষকে পুলিশ সহায়তা দিচ্ছে

235

ঢাকা, ২৭ মার্চ, ২০২০ (বাসস) : করোনাভাইরাসের কারণে লকডাউন পরিস্থিতিতে দৈনিক রোজগার বন্ধ হওয়া নিন্ম আয়ের মানুষকে চাল, ডাল, আলু, তেল, সাবান ও পেঁয়াজ দিয়ে সহযোগিতা করছেন পুলিশ সদস্যরা।
বৃহস্পতিবার গভীর রাতে ধানমন্ডি, হাজারীবাগ ও রাসেল স্কয়ার এলাকায় এসব খাবার ও সামগ্রী বিতরণ করা হয়।
রমনা বিভাগের পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার আব্দুল্লাহ হেল কাফি বলেন, কয়েকজন এসআই বেতনের টাকা থেকে এসব খাদ্যপণ্য ক্রয় করে বিতরণ করেছেন।
বিতরণ করা ১১০টি প্যাকেটে ছিল তিন কেজি চাল, আধা কেজি ডাল, এক কেজি আলু, এক কেজি পেঁয়াজ, আধা লিটার তেল ও একটি সাবান।
শতাধিক পরিবারের সদস্যদের মধ্যে এসব খাবার দেয়া হয় জানিয়ে তিনি বলেন, সবকিছু বন্ধ থাকায় নিম্ন আয়ের মানুষের রোজগার নেই বললেই চলে। তাই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।
সমাজের বিত্তবানদের এসব নিম্ন আয়ের মানুষদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
নভেল করোনাভাইসের বিস্তার রোধে সরকার দেশবাসীকে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ঘরে থাকার আহ্বান জানিয়েছে।