ব্রিটেনে এই প্রথম ২৪ ঘন্টায় কোভিড-১৯ ভাইরাসে শতাধিক লোকের মৃত্যু

246

লন্ডন, ২৭ মার্চ, ২০২০ (বাসস ডেস্ক) : ব্রিটেনে এই প্রথম বৃহস্পতিবার ২৪ ঘন্টায় করোনাভাইরাসে ১১৫ জনের মৃত্যু হয়েছে।
সরকারি ওয়েব সাইটে বলা হয়, এ নিয়ে যুক্তরাজ্যে ২০২০ সালের ২৫ মার্চ বিকেল ৫টা পর্যন্ত করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৫৭৮ জনে দাঁড়ায়। বুধবার এ সংখ্যা ছিল ৪৬৩।
ব্রিটেনে এ পর্যন্ত মোট ১১ হাজার ৬৫৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। দেশটিতে একদিনেই ২ হাজারেরও বেশি লোক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
ভাইরাসটি লন্ডনে ব্যপকভাবে ছড়িয়ে পড়ায় রাষ্ট্র পরিচালিত জাতীয় স্বাস্থ্য সংস্থা (এনএইচএস) বৃহস্পতিবার সতর্ক করে দিয়ে জানিয়েছে, রাজধানীর হাসপাতালগুলো কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত রোগীতে ভরে গেছে।
এনএইচএস’র প্রধান নির্বাহী ক্রিস হফসন বিবিসি রেডিওকে বলেন, রাজধানীর হাসপাতালগুলো মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়া রোগীতে ভরে গেছে। এক্ষেত্রে হাসপাতালগুলোতে যেভাবে ¯্রােতের মতো রোগীরা আসছে সে তুলনায় হাসপাতালগুলোতে শয্যার সংখ্যা এরকবারেই কম।