বাসস বিদেশ-১ : যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে সহস্রাধিক লোকের মৃত্যু, আক্রান্ত প্রায় ৭০ হাজার

147

বাসস বিদেশ-১
স্বাস্থ্য-ভাইরাস-যুক্তরাষ্ট্র-মৃত্যু
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে সহস্রাধিক লোকের মৃত্যু, আক্রান্ত প্রায় ৭০ হাজার
ওয়াশিংটন, ২৬ মার্চ, ২০২০ (বাসস ডেস্ক) : যুক্তরাষ্ট্রে বুধবার পর্যন্ত করোনাভাইরাসের মহামারীতে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩১ জনে দাঁড়িয়েছে। এদিকে দেশটিতে করোনাভাইরাসে ৬৮ হাজার ৫৭২ জন আক্রান্ত হয়েছে। জন হফকিন্স বিশ্ববিদ্যালয় পরিচালিত এক জরিপ থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপির।
জরিপ প্রতিবেদনে বলা হয়, মাত্র কয়েকঘন্টা আগেও যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ছিল ৮২৭। চীন ও ইতালীর পর করোনাভাইরাসে তৃতীয় সর্বোচ্চ আক্রান্ত দেশ যুক্তরাষ্ট্র। করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে বর্তমানে মৃত্যুর হার ১.৫।
প্রকৃতপক্ষে আক্রান্ত লোকের সংখ্যার তুলনায় প্রকৃত মৃত্যুর হার অনেক কম।
জরিপে বলা হয়, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্যে সবচেয়ে বেশি করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। এ বৈশ্বিক মহামারী ছড়িয়ে পড়ার শুরু থেকে নিউইয়র্ক নগরীতে ২৮০ জনের মৃত্যু হয়েছে।
গত ডিসেম্বরের শেষের দিকে চীনের মধ্যাঞ্চলে এ ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর সারা বিশ্বে করোনাভাইরাসে ২১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
বাসস/এমএজেড/১০৪০/এমএবি