বাসস দেশ-৩১ : গ্রীস ও কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূতকে রদবদল

212

বাসস দেশ-৩১
বাংলাদেশ – রাষ্ট্রদূত
গ্রীস ও কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূতকে রদবদল
ঢাকা, ২৫ মার্চ, ২০২০ (বাসস) – সরকার গ্রীসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে রদবদল করেছে। পররাষ্ট্র মন্ত্রনালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ খবর জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কাতারে নিযুক্ত বাংলাদেশের বর্তমান রাষ্ট্রদূত আশুদ আহমেদকে গ্রীসে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত নিয়োগ দেয়া হয়েছে এবং গ্রীসে নিযুক্ত বর্তমান রাষ্ট্রদূত মো. জসিম উদ্দিনকে কাতারে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত নিয়োগ দেয়া হয়েছে।
উভয় রাষ্ট্রদূতই বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ফরেন এ্যাফেয়ার্স ক্যাডারের ১৩ তম ব্যাচের নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা। তারা ফরেন সার্ভিস অফিসার হিসাবে তাদের কর্মজীবন শুরু করেন।
বাসস/টিএ/অনু-অমি/২০২৭/কেএমকে