বাসস দেশ-২৫ : করোনা সংক্রমণ রোধে রাজধানীতে জীবাণুনাশক ছিটাচ্ছে ডিএমপি

194

বাসস দেশ-২৫
ডিএমপি-জীবাণুনাশক
করোনা সংক্রমণ রোধে রাজধানীতে জীবাণুনাশক ছিটাচ্ছে ডিএমপি
ঢাকা, ২৫ মার্চ, ২০২০ (বাসস) : করোনা ভাইরাসের সংক্রমণ রোধে রাজধানীতে জীবাণুনাশক ছিটানো শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
নগরবাসীর সুরক্ষায় ডিএমপি’র ৮টি ক্রাইম বিভাগে বুধবার সকাল ১০টা থেকে একযোগে জীবানুনাশক ছিটানো শুরু করা হয়।
ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদুর রহমান আজ বাসসকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ডিএমপির ৮টি ওয়াটার ক্যানন ৮ ক্রাইম বিভাগে জীবাণুনাশক ওষুধ ছিটানো শুরু করেছে। প্রথম ধাপ বুধবার সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে দুপুর ১২টা পর্যন্ত। আর দ্বিতীয় ধাপে বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জীবানুনাশক ছিটানো অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বাসস/সংবাদদাতা/এফএইচ/১৯৩০/কেএআর