বাসস দেশ-১২ : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সেনা ও নৌবাহিনীতে অনারারী কমিশন প্রদান

107

বাসস দেশ-১২
অনারারী-কমিশন
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সেনা ও নৌবাহিনীতে অনারারী কমিশন প্রদান
ঢাকা, ২৫ মার্চ, ২০২০ (বাসস): স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সেনাবাহিনীর ১৩ জন অনারারী লেফটেন্যান্টকে ক্যাপ্টেন পদে এবং ১৫ জন মাষ্টার ওয়ারেন্ট অফিসার পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসারকে অনারারী লেফটেন্যান্ট পদে অনারারী কমিশন প্রদান করা হয়েছে।
আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বাংলাদেশ নৌবাহিনীর ১৪ জন মাষ্টার চীফ পেটি অফিসার (এমসিপিও) পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসারকেও অনারারী সাব লেফটেন্যান্ট পদে অনারারী কমিশন প্রদান করা হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনীর ১৩ জন অনারারী ক্যাপ্টেন পদে পদোন্নতি প্রাপ্তরা হলেন- অনারারী লেফটেন্যান্ট (গানার) মো. আনছার আলী (কোহিনুর), এসজিপি, আর্টিলারি; অনারারী লেফটেন্যান্ট (ওসিইউ) মো. মহিউদ্দিন খাঁন, আর্টিলারি; অনারারী লেফটেন্যান্ট (ওসিইউ) মো. রেজাউল করিম, আর্টিলারি; অনারারী লেফটেন্যান্ট (ওসিইউ) মো. বাবুল হোসেন, আর্টিলারি; অনারারী লেফটেন্যান্ট (ড্রাফট্সম্যান) মো. এনায়েত হোসেন, ইঞ্জিনিয়ার্স; অনারারী লেফটেন্যান্ট (টিএস) মো. আব্দুল হক খাঁন, ইঞ্জিনিয়ার্স; অনারারী লেফটেন্যান্ট (করণিক) মো. জাহাঙ্গীর আলম, ইঞ্জিনিয়ার্স; অনারারী লেফটেন্যান্ট (ওয়াইঅবএস) শেখ আব্দুল মান্নান, সিগন্যালস; অনারারী লেফটেন্যান্ট (করণিক) মোহাম্মদ হেলাল উদ্দিন, ই বেংগল; অনারারী লেফটেন্যান্ট (এসএমটি) মো. ছামিউল ইসলাম, অর্ডন্যান্স; অনারারী লেফটেন্যান্ট (শিক্ষা জেসিও) মো. নজরুল ইসলাম, এইসি; অনারারী লেফটেন্যান্ট (ড্রেসার) এসএম আবু দাউদ, আরভিএফসি; অনারারী লেফটেন্যান্ট (জিডিএ) এস এম জিয়াউর রহমান, এএমসি।
সেনাবাহিনীর ১৫ জন মাষ্টার ওয়ারেন্ট অফিসার পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসার থেকে অনারারী লেফটেন্যান্ট পদে কমিশন প্রাপ্তরা হলেন- মাষ্টার ওয়ারেন্ট অফিসার (টিএ) কীর্তি জিত সিংহ, আর্টিলারি; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (গানার) মো. জয়দুল হোসেন, আর্টিলারি; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (গানার) মো. সাইফুল ইসলাম, আর্টিলারি; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (গানার) মো. বাদশা মিয়া, আর্টিলারি; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (ডিএসভি) থোয়াই অংগ্য চাক, ইঞ্জিনিয়ার্স; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (ওসিইউ) মো. খায়রুল আমিন (বাতেন), ইঞ্জিনিয়ার্স; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (ওয়াইঅবএস) মো. আবদুল মালেক, সিগন্যালস; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (ওয়াইঅবএস) মো; আব্দুর রহমান, সিগন্যালস; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) সাহাব উদ্দিন আহাম্মদ,বীর; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (এটি) মো. রেজাউল করিম,অর্ডন্যান্স; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (করণিক) মো. আতিয়ার রহমান, ইএমই; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (করণিক) মো. সোহরাওয়ার্দী,এসিসি; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (করণিক) কে এম উবায়েদুল্যাহ, এসিসি; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (এমএ) মো. দেলোয়ার হোসেন, এএমসি; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (এমএ) মো. ইকবাল হোসেন মিয়া, এএমসি।
বাংলাদেশ নৌবাহিনীর ১৪ জন কমিশন প্রাপ্তরা হলেন- এস এম নূরুল আলম, এমসিপিও (এক্স) (টিডি-১); মোহাম্মদ মজিবর রহমান, এমসিপিও(ই); মোহাম্মদ আবদুস সাত্তার, এমসিপিও (এক্স) (কিউআরপি-১); সমীর কুমার সরকার, এমসিপিও (এক্স) (জিএ-১); মোহাম্মদ কামাল উদ্দিন, এমসিপিও (আর); মোহাম্মদ আবুল কাশেম, এমসিপিও (কম); মোহাম্মদ আবদুল হামিদ সরকার, এমসিপিও (এক্স) (এফসি-১); মোহাম্মদ হাফিজুর রহমান চৌধুরী, এমসিপিও (এক্স) (কিউএ-১); মোহাম্মদ জাহাঙ্গীর আলম মন্ডল, এমসিপিও(ই); কাজী এমদাদুল হক, এমসিপিও (এল); মোহাম্মদ অহিদুজ্জামান খান, এমসিপিও (মেড)(আইসিএ); মোহাম্মদ জাহাঙ্গীর আলম, এমসিপিও (এস); মোহাম্মদ দিদার আলম, এমসিপিও (রেগ), মো. আশরাফ হোসেন, এমসিপিও (এক্স) (জিআই)।
সেনা ও নৌবাহিনীর এ অনারারী কমিশন ২৬ মার্চ থেকে কার্যকর হবে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
বাসস/আইএসপিআর/এমএসএইচ/১৭২০/-শআ