বাসস দেশ-১০ : মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে

135

বাসস দেশ-১০
আবহাওয়া-পূর্বাভাস
মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে
ঢাকা, ২৫ মার্চ, ২০২০ (বাসস): অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৭২ ঘন্টায় সারাদেশে দিনের তাপমাত্রা আরো বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ১২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫ টা ৫৬ মিনিটে ।
আজ সর্ব্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ১৪ দমমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
বাসস/সবি/এসএস/১৭০০/এএএ