বাসস ক্রীড়া-৫ : ১ মিলিয়ন ইউরো দান করলেন মেসি, গার্দিওলা

145

বাসস ক্রীড়া-৫
ফুটবল-মেসি
১ মিলিয়ন ইউরো দান করলেন মেসি, গার্দিওলা
মাদ্রিদ, ২৫ মার্চ ২০২০ (বাসস) : স্পেনে প্রতিদিনই বেড়ে চলেছে কোভিড-১৯ আক্রান্তদের সংখ্যা, বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এই কঠিন পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন লিওনেল মেসি ও পেপ গার্দিওলা। দুজনেই আক্রান্তদের সাহায্যার্থে ১ মিলিয়ন ইউরো দান করেছেন।
ইউরোপে ইতালির পর সবচেয়ে বেশী করোনায় আক্রান্তের সংখ্যা স্পেনে। অন্যান্য দেশের তুলনায় এখানে মৃত্যুহারও বেশী। গতকালের পরিসংখ্যান অনুযায়ী এ পর্যন্ত স্পেনে আক্রান্ত হয়েছেন প্রায় ৪০ হাজার, মারা গেছেন ৩ হাজার।
মেসির এই অবদান বার্সেলোনার দুটি মেডিকেল সেন্টারে দান করা হবে। হাসপাতাল কৃর্তৃপক্ষ টুইটারে মেসির এই অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বার্সেলোনার বিভিন্ন হাসপাতালে মেসি নিয়মিতই অর্থ প্রদান করে থাকেন। আর্জেন্টিনার রোসাজিও হাসপাতালেও তিনি করোনায় আক্রান্তদের জন্য অর্থ দান করেছেন বলে একটি সূত্র নিশ্চিত করেছে।
এদিকে বার্সেলোনার সাবেক কোচ গার্দিওলা কাতালান রাজধানীতে যারা করোনার সাথে লড়াই করছেন তাদের সাহায্যার্থে এগিয়ে এসেছেন। গার্দিওলার এই ১ মিলিয়ন ইউরো বার্সেলোনা মেডিকেল কলেজ ও এ্যাঞ্জেল সোলার ড্যানিয়েল ফাউন্ডেশনে দান করা হয়েছে।
বাসস/এএফপি/অনু/নীহা/১৬৩৫/স্বব