বাসস দেশ-৫ : উদ্ভূত পরিস্থিতি সার্বক্ষণিক মনিটর করার সিদ্ধান্ত

174

বাসস দেশ-৫
পরিস্থিতি-মনিটর
উদ্ভূত পরিস্থিতি সার্বক্ষণিক মনিটর করার সিদ্ধান্ত
ঢাকা, ২৫ মার্চ ২০২০ (বাসস) : করোনাভাইরাস (কোভিড-১৯) জনিত উদ্ভূত পরিস্থিতি সার্বক্ষণিক মনিটর করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল মো: আলী আকবর স্বাক্ষরিত ওয়েবসাইটে প্রকাশিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, ” প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এবং সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বিচারপতিগণ করোনাভাইরাস (কোভিড-১৯) জনিত উদ্ভূত পরিস্থিতি বিষয়ে আলোচনা করেন এবং উদ্ভূত পরিস্থিতি সার্বক্ষণিক মনিটর করার সিদ্ধান্ত নেন।”
বিষয়টি গতকাল ২৪ মার্চ সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
বাসস/ডিএ/১৪৪৫/এমএবি