বাসস দেশ-২৭ : সব প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান ৯ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে

253

বাসস দেশ-২৭
শিক্ষাপ্রতিষ্ঠান-বন্ধ-
সব প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান ৯ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে
ঢাকা, ২৪ মার্চ, ২০২০ (বাসস) : দেশের সব ধরনের সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন আগামী ৯ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে।
আজ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
অফিস আদেশে জানানো হয়, বিদ্যালয় বন্ধ থাকার সময় নিজেদের এবং অন্যদের করোনাভাইরাস সংক্রমণ থেকে সুরক্ষার লক্ষ্যে শিক্ষার্থীরা নিজ নিজ বাসস্থানে অবস্থান করবে। শিক্ষার্থীদের বাসস্থানে অবস্থানের বিষয়টি অভিভাবকবৃন্দ নিশ্চিত করবেন এবং স্থানীয় প্রশাসন তা নিবিড়ভাবে পরিবীক্ষণ করবেন।
এছাড়া, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধকালীন সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা তাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যাতে বাসস্থানে অবস্থান করে এবং তাদের লেখাপড়ার বিষয়টি অভিভাবকদের মাধ্যমে নিশ্চিত করবেন।
অন্যদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সচিব মো:আকরাম আল হোসেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে করোনাভাইরাস সংক্রামণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষা এবং পড়াশোনার বিষয়ে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বিভিন্ন দিক নির্দেশনা দেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় এ তথ্য নিশ্চিত করেছেন।
বাসস/নিজস্ব/এসএস/১৯১৮/-শআ