বাসস দেশ-২৫ : করোনা ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সরকারি নির্দেশনা

250

বাসস দেশ-২৫
করোনা – নির্দেশনা
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সরকারি নির্দেশনা
ঢাকা, ২৪ মার্চ,২০২০ (বাসস) : করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সরকারের নির্দেশনার আলোকে জানানো যাচ্ছে যে, আগামী বৃহস্পতিবার (২৬ মার্চ) থেকে ৪ এপ্রিল পর্যন্ত সরকার ঘোষিত সাধারণ ছুটি শুধুমাত্র সরকারি-বেসরকারি অফিস আদালতের জন্য প্রযোজ্য।
স্বাস্থ্যসেবা,সংবাদপত্রসহ অন্যান্য জরুরি কার্যাবলীর ক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য নয়।
আজ মঙ্গলবার এক সরকারি তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এ ছুটি/বন্ধকালীন সময়ে অবশ্যই নিজ নিজ কর্মস্থলে অবস্থান করবেন।
এই বন্ধ ঘোষণা করা হয়েছে জনগণকে ব্যাপকহারে পারস্পরিক মেলামেশা বা সংস্পর্শে এসে রোগ বিস্তার করা থেকে বিরত রাখার জন্য। সে-কারণে সর্বসাধারণকে এই সময়ে জরুরি প্রয়োজন ব্যতীত বাইরে যাওয়া বা ভ্রমণ করা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
ঔষধ/খাদ্য প্রস্তুত ক্রয়-বিক্রয়সহ অন্যান্য শিল্পকারখানা/প্রতিষ্ঠান/বাজার/দোকানপাট নিজস্ব ব্যবস্থাপনায় চলবে।
তবে গণপরিবহন ব্যতীত অন্যান্য জরুরি পরিবহন যেমন-ট্রাক, কার্গো, অ্যাম্বুলেন্স ও সংবাদপত্রবাহী গাড়ী যথারীতি চলবে।
বাসস/তবি/জেডআরএম/১৯১৪/শআ