বাসস ক্রীড়া-১৪ : করোনাভাইরাস : এখনই স্থগিত বা বন্ধ হচ্ছে না সিপিএল

227

বাসস ক্রীড়া-১৪
ক্রিকেট-সিপিএল
করোনাভাইরাস : এখনই স্থগিত বা বন্ধ হচ্ছে না সিপিএল
বার্বাডোজ, ২৪ মার্চ ২০২০ (বাসস) : বিশ্ব ব্যপি করোনা ভাইরাসের আক্রমন সত্বেও এখই ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট স্থগিত বা বাতিলের কোন ইচ্ছে নেই কর্তৃপক্ষের।
সিপিএলের কর্মকর্তারা জানান, করোনাভাইরাসের কারনে ২০২০ আসরের সিপিএল স্থগিত ও বাতিল করার কোন পরিকল্পনা আপাতত নেই।
২০১৩ সালে সিপিএলের পথ চলা শুরু হয়। এ বছরের ১৯ আগস্ট থেকে সিপিএলের ষষ্ঠ আসর শুরুর কথা ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতির কারনে সিপিএল স্থগিত বা বাতিল করার কোন পরিকল্পনা আপাতত নেই উল্লেখ করে এক বিবৃতিতে সিপিএল কর্তৃপক্ষ জানায়, ‘সাম্প্রতিক সময়ে মেডিকেল পরামর্শকদের সিপিএল কর্তৃপক্ষ নিয়মিত যোগাযোগ করে চলছে। একই সাথে বিশ্বের সামগ্রিক অবস্থা সম্পর্কে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সঙ্গেও কথা বলছে এই মুহূর্তে আসন্ন আসর স্থগিত বা বাতিল সম্পর্কে কোন সিদ্ধান্ত হয়নি।’
‘সিপিএল মনে করে, এ ধরনের সিদ্ধান্ত নেয়া এখনই খুব অগ্রিম হয়ে যাবে। তবে এটি একটি কঠিন পরিস্থিতি এবং ক্যারিবিয় অঞ্চল এবং বিশ্ব জুড়ে বিভিন্ন ইভেন্টগুলোর কি অবস্থা দাঁড়ায় আমরা সে দিকে সতর্ক দৃস্টি রাখছি।’
করোনাভাইরাসের কারনে সম্প্রতি বেশক’টি সিরিজ, টুর্নামেন্ট ও ইভেন্ট স্থগিত হয়েছে। এরমধ্যে আছে ভারতের জনপ্রিয় লিগ আইপিএল, শ্রীলংকার মাটিতে ইংল্যান্ডের টেস্ট সিরিজ ও ভারতের মাটিতে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে সিরিজসহ আরও অনেক খেলা। এছাড়া আগামী ২৮ মে পর্যন্ত ইংল্যান্ডে সকল খেলা স্থগিত করা হয়েছে।
বাসস/অনু/এএমটি/১৯০৫/স্বব