বাসস ক্রীড়া-১৩ : তিন সন্তানকে হাত ধোয়া শেখালেন রোনালদো

211

বাসস ক্রীড়া-১৩
ফুটবল-রোনালদো
তিন সন্তানকে হাত ধোয়া শেখালেন রোনালদো
রোম, ২৪ মার্চ ২০২০ (বাসস) : সারা বিশ্ব জুড়ে চলছে করোনাভাইরাসের আতঙ্ক। খেলোয়াড়দের জীবনও থমকে গেছে। সকলেই নিজ পরিবারের সাথে সময় কাটাচ্ছেন। তবে গৃহবন্দী হয়ে। সেই সাথে পরিববার নিয়ে বেশ সর্তক অবস্থানে সকলে।
ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোও ব্যতিক্রম নন। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও পোষ্ট করেছেন তিনি। ভিডিওতে দেখা গেছে, নিজের তিন সন্তানকে হাত ধোয়া শেখাচ্ছেন পর্তুগাল ও জুভেন্টাসের স্ট্রাইকার রোনালদো।
ভিডিওতে দেখা গেছে, উঁচু চেয়ারে বসা তিন সন্তানের হাতে হ্যান্ড স্যানিটাইজার ঢেলে দিচ্ছেন রোনালদো। এরপর তাদের ভালোভাবে হাত ঘষতে বলছেন তিনি।
বাবা রোনালদোর ডাকে সাড়াও দিচ্ছেন তিন সন্তান- মাতেও, আলানা ও ইভা। সন্তানদে হাত ঘষা শেষে ‘থাম্বস আপ’ দেখিয়ে রোনালদো জানিয়ে দেন, ‘দারুন করেছ, তোমরা।’
করোনাভাইরাস থেকে মুক্ত থাকতে বেশ কিছু নির্দেশনা দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এরমধ্যে বার-বার হাত ধোয়া অন্যতম সর্তকতা। তাই পরিবারকে নিয়ে করোনার বিরুদ্ধে লড়াই করছেন রোনালদো।
ভিডিওতে একটি বার্তাও দিয়েছেন রোনালদো। সেটি হলো- ‘সকলে ঘরে থাকুন, সাবধানে থাকুন।’
রোনালদো বর্তমানে মাদেইরাতে বাসায় থাকছেন।
বাসস/অনু/এএমটি/১৯০০/স্বব