বাসস দেশ-১৭ : আজ মধ্যরাত থেকে অভ্যন্তরীণ রুটের সব ফ্লাইট বন্ধ

133

বাসস দেশ-১৭
অভ্যন্তরীণ-বিমান-বন্ধ
আজ মধ্যরাত থেকে অভ্যন্তরীণ রুটের সব ফ্লাইট বন্ধ
ঢাকা, ২৪ মার্চ, ২০২০ (বাসস) : করোনাভাইরাসের বিস্তাররোধে আজ মধ্যরাত থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দেশের অভ্যন্তরীণ রুটের সব ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব মোহিবুল হক আজ বাসসকে জানান, ‘আজ মধ্যরাত থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দেশের অভ্যন্তরীণ রুটের সব ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।’
তিনি জানান, করোনাভাইরাসের কারণে এর আগে বাংলাদেশ ৩১ মার্চ পর্যন্ত কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, মালয়েশিয়া, ওমান, সিঙ্গাপুর এবং ভারত এই ১০টি দেশের ফ্লাইট প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল।
যুক্তরাজ্য ছাড়া ইউরোপের সমস্ত ভ্রমণকারীদের জন্য ৩১ মার্চ পর্যন্ত এদেশে প্রবেশ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।
সরকার ইতোমধ্যে দেশের সকল গণপরিবহন, ট্রেন, নৌযান চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে।
বাসস/অনুবাদ/এমএসএইচ/১৭১৫/-শআ